মার্তা ব্রীন (জন্ম: ১৯৭৬) (নরওয়েজিয়ান উচ্চারণ: ব্রেয়েন) প্রখ্যাত নরওয়েজিয়ান ননফিকশন লেখক এবং সাংবাদিক যার ঝুলিতে এ পর্যন্ত বারোটি প্রকাশিত বই রয়েছে। অনেক বিষয়ের পাশাপাশি তিনি সংগীত, রাজনীতি এবং নারীর ইতিহাস নিয়ে বই লিখেছেন এবং বেশকিছু পুরস্কার জিতেছেন। ব্রীন/ইওর্ডাহলের সম্মিলিত কমিক বই Women in Battle (২০১৮) ২৭টি দেশে বিক্রি হয়েছিল এবং এজন্য মার্তা ব্রীন সার্বিয়া, জার্মানি, ইংল্যান্ড, রাশিয়া, হাঙ্গেরি এবং ব্রাজিলসহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং নারীবাদ ও সমতার ওপর বক্তৃতা দিয়েছেন।
Books by the Author
|