ইয়েনি ইওর্ডাহল (জন্ম: ১৯৮৯) (নরওয়েজিয়ান উচ্চারণ: ইয়েনি) একজন পুরস্কারজয়ী চিত্রশিল্পী, কার্টুনিস্ট এবং গ্রাফিক্স ডিজাইনার। গত পাঁচ বছরে তিনি অনেক বইয়ে ইলাস্ট্রেশনের কাজ করেছেন। ২০১৭ সালে শিশুদের বই ‘Hannemone og Hulda’ (২০১৭)-এর মাধ্যমে তিনি লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং ২০২০ সালে তিনি কমিক স্ট্রিপ ‘Hva svider oggengen med deg’ (What's wrong with you again?)-এর জন্য ব্রাগে পুরস্কার (Brage Award) জিতেছেন।
Books by the Author
|