ফাহমি ইলা (জন্ম ১৯৯০) কাজ করেন প্রবন্ধ, ছোটগল্প, উপন্যাস, কবিতা ও অনুবাদ নিয়ে। তার লেখকজীবনের শুরু পত্রিকা, অনলাইন পোর্টাল ও ব্লগে লেখালেখির সূত্রে। লিঙ্গীয় পরিচয় ও রাজনীতি, মানবাধিকার, নারীবাদ, অভিবাসন ও ইন্টিগ্রেশন এবং বহুসংস্কৃতিবাদ তার মূল আগ্রহের জায়গা। রোহিঙ্গাক্যাম্পে লিঙ্গীয় সহিংসতার ঘটনা নিয়ে তার প্রথম একক ছোটগল্পের বই ‘মাইয়াফোয়ার কহন’ প্রকাশিত হয় ২০২১ সালে যার ইংরেজি অনুবাদ ‘Leaf of Exile: Tales of the Runaway Rohingyas’ একই বছর সুইডেন থেকে প্রকাশিত হয়। ইলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এরপর ছয় বছর বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় কাজ করেছেন। ২০২৪ সালে ইউনিভার্সিটি অফ সাউথ-ইস্টার্ন নরওয়ে থেকে কালচারাল স্টাডিজে স্নাতকোত্তর শেষ করে বর্তমানে তিনি ইংরেজি সাহিত্যে অধ্যয়নরত। ২০২০ সাল থেকে ইলা নরওয়েতে বসবাস করছেন।


Books by the Author