ফ্রান্সিস বেকন (জন্ম ১৫৬১-মৃত্যু ১৬২৬) রেনেসাঁ যুগের অন্যতম প্রধান দার্শনিক। অ্যারিস্টটলের অবরোহী পদ্ধতির বিপরীতে বৈজ্ঞানিক পরীক্ষা ও পর্যবেক্ষণ নির্ভর আরোহী পদ্ধতির অন্যতম প্রবর্তক হিসেবে বিশ্বজুড়ে পঠিত চিন্তক ফ্রান্সিস বেকন পরবর্তীকালের বিজ্ঞান ও দর্শন চিন্তাকে বিপুলভাবে প্রভাবিত করেছিলেন। বৈজ্ঞানিক অনুসন্ধান, পরীক্ষা ও পর্যবেক্ষণের সাথে বেকনের নামটি এমনভাবেই জড়িত মৃত্যুকেও জড়ানো হয় একটি বৈজ্ঞানিক পরীক্ষার সাথে, কথিত যে তুষার নিয়ে একটি বৈজ্ঞানিক পরীক্ষা চালাতে গিয়ে তিনি নিউমোনিয়ায় মৃত্যুবরণ করেন।
Books by the Author
|