কাওসার হুসাইন (জন্ম ১৯৬৩) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। তাঁর প্রকাশিত অনুবাদ গ্রন্থগুলো হলো: শুদ্ধতা ও অভিজ্ঞতার গান (উইলিয়াম ব্লেইক-এর ‘Songs of Innocence and of Experience’-এর কাব্যানুবাদ, ১৯৯১) এবং ইতালো কালভিনোর গল্প (১৯৯৬), মমতাজুর রহমান তরফদারের হোসেন শাহী আমলে বাংলা ১৪৯৪-১৫৩৮ একটি সামাজিক রাজনৈতিক গবেষণা অনুবাদ করেছেন তিনি। প্রতিভাবান এই অনুবাদক ২০০২ সালের ১ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।


Books by the Author