- Shop
- Literary Collections
- বেকনের প্রবন্ধ
বেকনের প্রবন্ধ
https://uplbooks.com/shop/9789840502103-23373 https://uplbooks.com/web/image/product.template/23373/image_1920?unique=3b1ef1a
Tags :
Book Info
ফরাসি দার্শনিক ভলতেয়ার ইংরেজ দার্শনিক ফ্রান্সিস বেকনকে আখ্যা দিয়েছিলেন ‘পরীক্ষামূলক দর্শনের জনক’ হিসেবে। বিজ্ঞান ও দর্শনের ইতিহাসকেই বদলে দিয়েছিল ‘The Essays’ গ্রন্থটি। কতগুলো তথ্য কিংবা সিদ্ধান্ত নয়, পাঠককে চিন্তার অনুশীলনে অভ্যস্ত হতে শেখাবে তাঁর এই প্রবন্ধগুলো। মোট আটান্নটি প্রবন্ধ নিয়ে গ্রন্থিত হয়েছিল ফান্সিস বেকনের কালজয়ী গ্রন্থ ‘The Essays’, যার চূড়ান্ত সংস্করণ প্রকাশিত হয়েছিল তাঁর মৃত্যুর মাস কয়েক আগে। সেই থেকে এ পর্যন্ত বেকন পঠিত হয়ে আসছে নিরবচ্ছিন্নভাবে। জীবন ও জগৎ সম্পর্কে তাঁর ভূয়োদর্শী স্বচ্ছ দৃষ্টি এবং এক সফল রেনেসাঁ মানবের অভিজ্ঞতা ও উপলব্ধির সারাৎসার হলো এই প্রবন্ধ সংকলন। ইংল্যান্ড ও ইউরোপীয় দার্শনিক ও বিজ্ঞানীদের সমভাবে তিনি আকৃষ্ট করেছেন, তাঁর চিন্তা প্রভাবিত করেছে সমাজচিন্তা ও রাজনীতিক, এমনকি আইন ও বিচারকাঠামোকেও। বেকনকে পাঠ করা তাই সবধরনের পাঠকের জন্য জরুরি। মানব জীবনের ও সমাজের অনেক অন্তর্নিহিত গূঢ় রহস্য সম্পর্কে ভাবনার খোরাক মিলবে এই প্রবন্ধগুলো থেকে। এই বইটি বেকনের সবকটি প্রবন্ধের প্রথম বাংলা অনুবাদ। অনুবাদক এখানে বক্তব্যবিষয়ের সঙ্গে অত্যন্ত বিশ্বস্ত থেকেও বেকনের বিশিষ্ট গদ্যশৈলীর যথাসম্ভব আস্বাদ বাংলাভাষী পাঠকের কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছেন এবং সেজন্য নির্মাণ করেছেন একটি বিশিষ্ট ভাষা। বইয়ের শুরুতে অনুবাদকের সুদীর্ঘ মননশীল ভূমিকা, প্রায় প্রতিটি প্রবন্ধে যথাস্থানে টীকাভাষ্য পাঠকের জন্য বেকনকে নিবিড়ভাবে জানার বাড়তি সুযোগ দিয়েছে।
ফ্রান্সিস বেকন
ফ্রান্সিস বেকন (জন্ম ১৫৬১-মৃত্যু ১৬২৬) রেনেসাঁ যুগের অন্যতম প্রধান দার্শনিক। অ্যারিস্টটলের অবরোহী পদ্ধতির বিপরীতে বৈজ্ঞানিক পরীক্ষা ও পর্যবেক্ষণ নির্ভর আরোহী পদ্ধতির অন্যতম প্রবর্তক হিসেবে বিশ্বজুড়ে পঠিত চিন্তক ফ্রান্সিস বেকন পরবর্তীকালের বিজ্ঞান ও দর্শন চিন্তাকে বিপুলভাবে প্রভাবিত করেছিলেন। বৈজ্ঞানিক অনুসন্ধান, পরীক্ষা ও পর্যবেক্ষণের সাথে বেকনের নামটি এমনভাবেই জড়িত মৃত্যুকেও জড়ানো হয় একটি বৈজ্ঞানিক পরীক্ষার সাথে, কথিত যে তুষার নিয়ে একটি বৈজ্ঞানিক পরীক্ষা চালাতে গিয়ে তিনি নিউমোনিয়ায় মৃত্যুবরণ করেন।
কাওসার হুসাইন
কাওসার হুসাইন (জন্ম ১৯৬৩) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। তাঁর প্রকাশিত অনুবাদ গ্রন্থগুলো হলো: শুদ্ধতা ও অভিজ্ঞতার গান (উইলিয়াম ব্লেইক-এর ‘Songs of Innocence and of Experience’-এর কাব্যানুবাদ, ১৯৯১) এবং ইতালো কালভিনোর গল্প (১৯৯৬), মমতাজুর রহমান তরফদারের হোসেন শাহী আমলে বাংলা ১৪৯৪-১৫৩৮ একটি সামাজিক রাজনৈতিক গবেষণা অনুবাদ করেছেন তিনি। প্রতিভাবান এই অনুবাদক ২০০২ সালের ১ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।