- Shop
- Social Sciences
- পিতৃতন্ত্রের পতন
পিতৃতন্ত্রের পতন
https://uplbooks.com/shop/9789845065856-22579 https://uplbooks.com/web/image/product.template/22579/image_1920?unique=719974e
Tags :
Book Info
নারীবাদের কয়েক হাজার বছরের ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দেবে ‘পিতৃতন্ত্রের পতন’। নারীকে প্রাকৃতিকভাবেই অধস্তন দেখাবার একটা চেষ্টা পুরুষতন্ত্রের সূচনা থেকেই ছিল। বহু কবি-দার্শনিক-রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজপতি দেখাতে চেয়েছেন যে, নাবীর চিন্তা করবার ক্ষমতা নেই, জ্ঞান নারীকে বিষিয়ে তোলে, সমাজের স্থিতিশীলতার জন্য প্রয়োজন নারীর সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেড়ে নেওয়া। অন্যদিকে দর্শন-সাহিত্য-রাজনীতি, এমনকি যুদ্ধেও নারীরা যখনই সুযোগ পেয়েছেন, প্রমাণ করেছেন এর বিপরীতটাই সত্যি। বিশ্বজুড়ে নারীর আজকের সংগ্রামের মূল প্রসঙ্গগুলো কী, কেন দেশে দেশে নারীরা পরস্পরের সাথে একাত্মতা বোধ করেন আর তাদের সংগ্রামের সহযাত্রী ও প্রতিপক্ষ কারা, সেই ছবিটিও পাঠকের সামনে মূর্ত করে তুলবে বইটি। গ্রন্থটি শুধু নারীর চোখে ইতিহাসকে দেখিয়ে দেয়নি, ভবিষ্যতের আগমনবার্তাও ঘোষণা করেছে।
মার্তা ব্রীন
মার্তা ব্রীন (জন্ম: ১৯৭৬) (নরওয়েজিয়ান উচ্চারণ: ব্রেয়েন) প্রখ্যাত নরওয়েজিয়ান ননফিকশন লেখক এবং সাংবাদিক যার ঝুলিতে এ পর্যন্ত বারোটি প্রকাশিত বই রয়েছে। অনেক বিষয়ের পাশাপাশি তিনি সংগীত, রাজনীতি এবং নারীর ইতিহাস নিয়ে বই লিখেছেন এবং বেশকিছু পুরস্কার জিতেছেন। ব্রীন/ইওর্ডাহলের সম্মিলিত কমিক বই Women in Battle (২০১৮) ২৭টি দেশে বিক্রি হয়েছিল এবং এজন্য মার্তা ব্রীন সার্বিয়া, জার্মানি, ইংল্যান্ড, রাশিয়া, হাঙ্গেরি এবং ব্রাজিলসহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং নারীবাদ ও সমতার ওপর বক্তৃতা দিয়েছেন।
জেনি ইওর্ডাহল
ইয়েনি ইওর্ডাহল (জন্ম: ১৯৮৯) (নরওয়েজিয়ান উচ্চারণ: ইয়েনি) একজন পুরস্কারজয়ী চিত্রশিল্পী, কার্টুনিস্ট এবং গ্রাফিক্স ডিজাইনার। গত পাঁচ বছরে তিনি অনেক বইয়ে ইলাস্ট্রেশনের কাজ করেছেন। ২০১৭ সালে শিশুদের বই ‘Hannemone og Hulda’ (২০১৭)-এর মাধ্যমে তিনি লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং ২০২০ সালে তিনি কমিক স্ট্রিপ ‘Hva svider oggengen med deg’ (What's wrong with you again?)-এর জন্য ব্রাগে পুরস্কার (Brage Award) জিতেছেন।
ফাহমি ইলা
ফাহমি ইলা (জন্ম ১৯৯০) কাজ করেন প্রবন্ধ, ছোটগল্প, উপন্যাস, কবিতা ও অনুবাদ নিয়ে। তার লেখকজীবনের শুরু পত্রিকা, অনলাইন পোর্টাল ও ব্লগে লেখালেখির সূত্রে। লিঙ্গীয় পরিচয় ও রাজনীতি, মানবাধিকার, নারীবাদ, অভিবাসন ও ইন্টিগ্রেশন এবং বহুসংস্কৃতিবাদ তার মূল আগ্রহের জায়গা। রোহিঙ্গাক্যাম্পে লিঙ্গীয় সহিংসতার ঘটনা নিয়ে তার প্রথম একক ছোটগল্পের বই ‘মাইয়াফোয়ার কহন’ প্রকাশিত হয় ২০২১ সালে যার ইংরেজি অনুবাদ ‘Leaf of Exile: Tales of the Runaway Rohingyas’ একই বছর সুইডেন থেকে প্রকাশিত হয়। ইলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এরপর ছয় বছর বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় কাজ করেছেন। ২০২৪ সালে ইউনিভার্সিটি অফ সাউথ-ইস্টার্ন নরওয়ে থেকে কালচারাল স্টাডিজে স্নাতকোত্তর শেষ করে বর্তমানে তিনি ইংরেজি সাহিত্যে অধ্যয়নরত। ২০২০ সাল থেকে ইলা নরওয়েতে বসবাস করছেন।